বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

অস্ত্রোপচার ছাড়াই বের করা হলো গলায় আটকে থাকা কই মাছ

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

কোনো অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসকের চেস্টায় সুস্থ হয়ে উঠল এক কিশোর। তার গলার নলির মধ্যে একটি কই মাচ আটকে যাওয়ায় অসুস্থা অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। এমন পরিস্থিতিতে জেলা হাসপাতালের চিকিৎসক ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার ছাড়াই তার গলায় আটকে থাকা কৈ মাছ বের করে তাকে সুস্থ করে তোলে। আর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে।

কিশোরটির পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাছে মাঠে বসার সময় আচমকা চোখে পড়ে পাশের জলাশয়ে ভাসছে কই মাছের ঝাঁক। পানিতে ঝাঁপ দিয়ে একটি মাছ ধরে সেটি মুখে কামড়ে ধরে আরও মাছের সন্ধানে পানিতে হাতড়াচ্ছিলেন তমলুকের শিউরির বাসিন্দা ১৫ বছরের কিশোর আমিনুল মল্লিক।

আচমকা কথা বলতে গিয়ে মুখে কামড়ে ধরে থাকা মাছটি চলে যায় গলায়। ধারাল কাঁটায় ক্ষত-বিক্ষত হতে থাকে গলার ভিতরের অংশ। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় নিস্তেজ হয়ে পড়ে আমিনুল। পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার ছাড়াই ইন্ডোস্কোপ পদ্ধতিতে জ্যান্ত কই মাছই গলা থেকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা।

বর্তমানে আমিনুল সুস্থ আছে। তমলুক হাসপাতালের এই ধরনের পরিষেবায় বেজায় খুশি পরিবারের লোকজন।