আন্দোলন স্থগিত, তবে এখনই ক্লাসে ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির অধিকাংশ পূরণ হওয়ায় আগামীকাল বুধবার থেকে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে, চার্জশিট দেওয়ার পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।
মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একথা জানানো হয়।
