পাগলা মিজান এর ফাসির দাবিতে স্থানিয় বিক্ষোপ্ত জনতার মিছিল
মোঃ শফিউল্লাহ
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার
ঢাকা মাহানগর উত্তর সিটি করপোরেশন মোহাম্মপুর থানা ৩২নং ওয়ার্ড এর কাউন্সিলর চাদাবাজ মাদক ব্যাবসায়ী সাবেক ফ্রিডম পাটির নেতা হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান এর ফাসির দাবিতে স্থানিয় বিক্ষোপ্ত জনতার মিছিল।
গতকাল শুক্রবার বিকেলে বাবর রোড থেকে মিছিল বের করে মিরপুর রোড হুমায়ুন রোড ইকবাল রোড জেনেভা ক্যাম্পের ভিতরে দিয়ে শ্যামলী এসে মিছিলটি শেষ হয়।
