শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রংপুর স্টেডিয়ামকে হোম ভেন্যু বানাতে চায় রাইডার্স

অনলাইন ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে গত আসরে প্রথমবারের মতো শিরোপা জেতে দলটি। ফলে, সমর্থকদের মধ্যে দারুণ উদ্দীপনা ও উৎসাহ ছড়িয়ে পড়ে। আর তাই মাঠে বসে খেলা দেখার সুযোগ দিতে এবং উঠতি তারকাদের জন্য রংপুর স্টেডিয়ামকে হোম ভেন্যু করতে চায় ফ্রাঞ্চাইজিটির কর্মকর্তারা।

রংপুর স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করার ইচ্ছে ও কার্যক্রম নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্স কর্ণধার সাফওয়ান সোবাহান। তিনি বলেন, "সম্প্রতি আমরা রংপুরের মেয়রের সাথে কথা বলেছি। বিসিবি অনুমতি দিলে স্টেডিয়ামকে সংস্করণ করে রংপুর রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাই।"

রংপুর রাইডার্সের এই কর্ণধার নির্বাচনে মাশরাফিকে শুভকামনা জানান। তিনি বলেন, ‘মাশরাফি পেশাদার ক্রিকেটার, আশা রাখি তিনি তার নির্বাচনী ব্যস্ততার মাঝেও টিম স্পিরিট, ফিটনেস ধরে রাখবেন। গোটা বাংলাদেশের সাথে আমিও তার শুভাকাঙ্ক্ষী, তার রাজনৈতিক পদচরনায় অগ্রিম অভিনন্দন রইলো।’

নির্বাচনের ৫ দিন পরেই বিপিএল। আর তাই নিরাপত্তা বিষয়ে কোনো উদ্বিগ্নতা রয়েছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কোন খেলোয়াড়ের কাছ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা দেখিনি, আর এ বিষয়টস সম্পুর্ণ দেখছেন বিসিবি। আমাদের চোখ মাঠের ক্রিকেটে, আমরা মাঠে ভালো খেলতে চাই। এবার সব দলই শক্তিশালী তাই নিজেদের সেরাটা খেলে প্লে অফ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’