রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তারা তো ওই চেয়ারে বসতে পারে না- ওমর সানী

রুহুল আমিন

প্রকাশিত : ১২:১০ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

গতকাল ৪/১০/২০১৯ রোজ শুক্রবার হয়ে গেল আমাদের শিল্পী সমিতির এজিএম। ঠিক দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো এক মুহূর্তের এই ছবিগুলো। আপনারা সবাই জানেন শিল্পী সমিতির সভাপতি-সেক্রেটারি এখন প্রাক্তন। তারা কোনো ক্ষমতায় নাই। 

পুরো সমিতির দায়িত্বে আছেন নির্বাচন কমিশনার, আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন (ইলিয়াস কাঞ্চন) ভাই। কিন্তু তার অনুপস্থিতিতে, আমি জানি কাঞ্চন ভাই জানেন না, আমার বিশ্বাস। কি করে এই দুই চেয়ারে এখন তারা (মিশা সওদাগর ও জায়েদ খান) বসেন। তারা তো ওই চেয়ারে বসতে পারে না। অন্য শিল্পীরা যারা ছিলেন তাদের তো কোনো দোষ নেই। মিশা-জায়েদ কি করে সাহস পান। কাঞ্চন ভাই আপনার উপরে অগাধ বিশ্বাস। আপনি দেখবেন বিষয়টি। 

আমার সহশিল্পীদের উদ্দেশ্যে বলছি। আমি কি কোনো ভুল বললাম। ভুল হলে শুধরে নিব। ক্ষমা করবেন।