শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বাবরের ব্যাট থেকে ডাবল সেঞ্চুরি চান আফ্রিদি

রুহুল আমিন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

ক্রিজে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর আজম। ৩০-৩৫ ওভারের মধ্যেই তুলে নিচ্ছেন সেঞ্চুরি। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সামর্থ্য আছে বাবরের।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। সোজা ব্যাটে খেলে সাবলীলভাবে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

সেটি দেখে ভীষণ মুগ্ধ আফ্রিদি। তার মতে, ওডিআইতে দ্বিশতক হাঁকানোর ক্ষমতা আছে বর্তমান পাক টপঅর্ডার ব্যাটসম্যানের। এরই মধ্যে এ নিয়ে বাবরের সঙ্গে কথাও বলেছেন তিনি।

বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, আমি বাবরকে বলেছি, তোমার কাছ থেকে লম্বা ইনিংস চাই। তাকে এটাও বলেছি, তুমি ৫০ রান করার মতো ব্যাটসম্যান নও। চাইলেই ১০০, ১৫০ বা ২০০ রান করতে পার।

আফ্রিদি বলেন, পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড বাবর। দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমার সে। তার সেভাবেই ব্যাটিং করা উচিত।

সদ্য সমাপ্ত সিরিজে লংকানদের ২-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ঐতিহাসিক সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। ১ সেঞ্চুরিতে সিরিজে ১৪৬ রান (২ ম্যাচ) করেন এ ব্যাটিং মায়েস্ত্রো।