জুভদের দারুণ জয়ে রোনালদোর গোল
প্রকাশিত : ০৯:২০ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

জুভেন্টাস কোচ মোরিজিও সারির পছন্দের স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে শুরুতে গোল মুখ খোলেন। পরে এক গোলে সহায়তা দেন তিনি। তার জাদুতে ঘরের মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় ইতালির জায়ান্ট জুভেন্টাস। দলের হয়ে ম্যাচের শেষ সময়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সমতা করে জুভরা।
ম্যাচের ১৭ মিনিটে গোল করেন হিগুয়েইন। এরপর ৬১ মিনিটে হিগুয়েইনের পাস ধরে গোল করেন বার্নারদেসি। ম্যাচের ৮৮ মিনিটে গোল করেন সিআরসেভেন। তাকে গোল সহায়তা দেন পাওলো দিবালা। ওদিকে প্রথম ম্যাচে রোনালদোদের বিপক্ষে ঘরের মাঠে কষ্টের সমতা করা অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলের জয় পেয়েছে। লোকোমোটিভ মস্কোর মাঠে জয় পেয়েছে তারা। দলের হয়ে এক গোল করেছেন পর্তুগালের তরুণ তারকা জোয়াও ফেলিক্স।
প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পাওয়া পিএসজি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। তারা ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেকে। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে দাপট দেখালেও গ্যালাতাসারের মাঠে বেশ ধুঁকতে হয়েছে তাদের। দলের জয়ে গোল করেছেন ইন্টার থেকে ধারে পিএসজি আসা আর্জেন্টিনা স্ট্রাইকার মাউরো ইকার্দি।
অন্যদিকে ঘরের মাঠে ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে রাহিম স্টারলিং এবং যোগ করা সময়ে ফোডেন গোল করে দলকে সহজ জয় এনে দেন। অন্যদিকে রেড স্টার বেলগ্রেড ঘরের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে।