শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ করে তুলতে হবে

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে প্রতি বছর যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হচ্ছে তার সিংহভাগই জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এসব গ্র্যাজুয়েটকে বহুমুখী দক্ষ করে গড়ে তুলতে হবে।

কেননা উন্মুক্ত বিশ্বে টিকে থাকতে এর কোনো বিকল্প নেই। তাই সিংহভাগ গ্র্যাজুয়েটই যদি কম দক্ষতাসম্পন্ন হয়, তাহলে জাতি পিছিয়ে থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মডেল কলেজ প্রকল্পের অধীন নির্বাচিত ৮টি প্রাক-মডেল কলেজকে প্রযুক্তি সহায়তা, পুস্তক ও বৃত্তি দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। স্বাগত জানান, প্রোভিসি অধ্যাপক ড. মশিউর রহমান।

এছাড়া অপর প্রোভিসি অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং কোষাধ্যক্ষ মোল্লা মাহফুজ আল-হোসেন বক্তৃতা করেন।

ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার গুণ ও মান নিশ্চিতকরণের লক্ষ্যেই মডেল কলেজ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ মডেল কলেজ প্রকল্প জাতীয় ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।