‘মেয়ের’ মা হলেন নেহা ধুপিয়া
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১০:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার

কন্যা সন্তানের মা হলেন নেহা ধুপিয়া। রেবাবার সকালে কন্যা জন্ম দেন বলিউডের এই মডেল-অভিনেত্রী। এর আগে গত মে মাসে বিয়ের ছবি আপলোড করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। তবে আগস্ট মাসে ট্যুইটারে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন নেহা এবং অঙ্গদ দম্পত্তি।
তবে বলিউডের অনেকেই বলে অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি চুপিসারে বিয়ে সেরেছিলেন তিনি। এমনই সকল কটাক্ষের স্বীকার হন এই তারকা দম্পতি। তিনি অবশ্য চুপ করে থাকেননি। কড়া জবাবও দেন। প্রতিবাদ করেছিলেন সেই ট্রোলগুলির। যদিও সেসব এখন অতীত। সব ভুলে প্রথম সন্তানের খুশিতে আত্মহারা নেহা এবং অঙ্গদ।
কয়েক সপ্তাহ আগেই মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্টুরেন্টে স্ত্রী’র জন্য বেবি শাওয়ারে একটি পার্টি হোস্ট করেছিলেন অঙ্গদ। যেখানে সালমান খানের পরিবারের সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন করণ জোহর, মনিশ মালহোত্রা, প্রীতি জিনতাসহ অনেকে।