সিপিএলে সাকিব-লিটনের ম্যাচের সূচি
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আফগানিস্তানের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়ে গত মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় দল। সিরিজ শেষ হওয়ায় আপাতত কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কিন্তু সতীর্থরা বিশ্রাম নিলেও বিরতি নেননি সাকিব আল হাসান। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজের প্রস্তুতি সারতে গতকাল বুধবারই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্দেশে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথমবারের মতো ক্যারিবীয় লিগটিতে জায়গা পেয়েছেন লিটন দাসও। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। ক্যারিবীয় লিগে নিজের প্রথম আসরে জ্যামাইকা তালাওয়াসে নাম লিখিয়েছেন ডানহাতি ওপেনার লিটন। একই দলের হয়ে খেলছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েলের মতো তারকারা।
অন্যদিকে এবারের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব। এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে সিপিএল খেলেছেন সাকিব। প্রথমবার ২০১৩ সালে খেলেছেন বার্বাডোজের হয়ে এবং পরের বার খেলেছেন জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে। এ নিয়ে চতুর্থবারের মতো সিপিএল মাতাতে গেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
আগামীকাল শুক্রবার ভোরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মুখোমুখি হবে বার্বাডোজ ট্রাইডেন্টস। সবকিছু ঠিক থাকলে সেন্ট কিটসের বিপক্ষেই দেখা যাবে বাংলাদেশি সাকিবকে। অন্যদিকে জ্যামাইকা তালাওয়াসের পরের ম্যাচ শনিবার। একাদশের বিবেচনায় থাকলে লিটনকে দেখা যেতে পারে সেই ম্যাচে।
এক নজরে সাকিব-লিটনের ম্যাচের সময়সূচি
২৭ সেপ্টেম্বর (ভোর ৪টা) : বার্বাডোজ বনাম ত্রিনিদাদ
২৮ সেপ্টেম্বর (সকাল ৬টা) : জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া
২৯ সেপ্টেম্বর (সকাল ৬টা) : বার্বাডোজ বনাম সেন্ট কিটস
৩০ সেপ্টেম্বর (রাত ৪টা) : বার্বাডোজ বনাম সেন্ট লুসিয়া
৩ অক্টোবর (ভোর ৫টা) : বার্বাডোজ বনাম ত্রিনিদাদ
৪ অক্টোবর (রাত ৪টা) : জ্যামাইকা বনাম গায়ানা