শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা না হলেই যৌথ চ্যাম্পিয়ন সাকিব-রশিদরা

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

স্টেডিয়ামে অবস্থা বর্তমানে ধাঁধাঁপূর্ণ। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি আবার ঝুম। এ অবস্থায় খেলা না হলে কী হবে?

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-আফগানিস্তানের। কিন্তু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচটি। কোনো কারণে ম্যাচটি মাঠে না গড়ালে বাংলাদেশ-আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করবেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাত ৯:৪০ মিনিট পর্যন্ত খেলা শুরু না হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে সাকিব-রশিদদের।

আবহাওয়া পূর্বাভাসে সন্ধ্যার পরেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা আছে। এই বৃষ্টির কারণে যদি খেলা একবারে মাঠে না গড়ায় অর্থাৎ কোনো ফলাফল না আসে তাহলে এই টুর্নামেন্টের বিধি অনুসারে বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন হবে।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ছাড়া আরেকটি দল হলো জিম্বাবুয়ে। টানা তিন ম্যাচে হেরে গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই বাদ পড়ে যায় জিম্বাবুয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি জয় বাংলাদেশের আর দুটি ম্যাচে জিতেছে আফগানিস্তান। একটি মাত্র জয় পেয়েছে জিম্বাবুয়ে।

দ্বিতীয়বার কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশ দলের সামনে। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাটিতে সুযোগ এসেছে সাকিব-মুশফিকদের সামনে। কিন্তু বৃষ্টি না থামলে জয়টা হাতছানিই রয়ে যাবে