বাংলাদেশ-আফগানিস্তান ফাইনালের টিকিট বিক্রি শুরু
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মহারণ। নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে ওইদিন মাঠে নামবেন সাকিব-রশিদরা।
ফাইনালের আগের ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে এর আগের রেকর্ড অতোটা সুখকর নয়।
শনিবারের জয়ের আগে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ছিলো ২০১৪ সালে। র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে তিন ধাপ এগিয়ে তারা। ক্রিকেট দুনিয়ায় নিজেদের আভিজাত্য বজায় রাখতে হলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই।
ফাইনালের ম্যাচের টিকিট মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথেই পাওয়া যাবে। আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। পাওয়া যাবে বিকাল ৫টা পর্যন্ত।
১০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে আটটি গ্যালারির টিকিট বিক্রি হবে। বিসিবি হসপিটালিটি লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, শহীদ জুয়েল স্ট্যান্ড ৩০০, শহীদ মোস্তাক স্ট্যান্ড ৩০০, সাউদার্ন স্ট্যান্ড ১৫০, নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকায় পাওয়া যাবে।