সিআইপি মর্যাদা পেলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান
প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুনরায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক সালাউদ্দিন আলমগীর, লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান এবং তার জ্যেষ্ঠ বোন শাহ্নাজ কামাল।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্বাচিত ব্যবসায়ীদের হাতে ‘সিআইপি’ কার্ড তুলে দেন।
সালাউদ্দিন আলমগীর ২০০৯ সাল থেকে এবং সুলতানা জাহান ২০১১ সাল থেকে এই সম্মাননা অর্জন করে আসছেন।
প্রসঙ্গত, লাবিব গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান একটি গ্রুপ অব কোম্পানিজ। বর্তমানে যার রয়েছে পোশাক শিল্প, ব্যাংকিং, লিজ ফাইন্যান্স, আইটি, মোবাইল ফোন, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষিখাতে ২০টি অঙ্গ প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান এই গ্রুপ অব কোম্পানিজ যা বৈদেশিক মুদ্রা অর্জনসহ বাংলাদেশের শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি, নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।