শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

১০ রান করতে পারলেই কোহলিকে পেছনে ফেলবেন মাহমুদউল্লাহ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ২৪ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আর মাত্র ১০ রান করতে পারলেই এই ফরম্যাটে শের-ই বাংলায় সর্বোচ্চ রানের মালিক হবেন মাহমুদউল্লাহ। এতে করে তিনি টপকে যাবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭২ রান করেন কোহলি। যা এই মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এই তালিকায় কোহলির পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এই মাঠে ২১ ম্যাচ খেলে ৪৬৩ রান করেছেন।

এবার ১০ রান করতে পারলেই শেরে বাংলায় টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মাহমুদউল্লাহ। ৩৭৫ রান নিয়ে এই তালিকায় তিনে মুশফিকুর রহিম এবং ৩৪৮ রান নিয়ে চার নম্বরে আছেন সাকিব আল হাসান।