বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ব্যর্থতার কারণে বিএনপির ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ, আপনারা যারা সরকারের পদত্যাগ চান, টপ টু বটম আপনাদেরই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করা উচিত।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি অফিস প্রধান ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
উন্নয়ন ও সততার জন্য শেখ হাসিনার সরকার দেশে ও সারা বিশ্বে প্রশংসিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এখন সরকারি দল অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সরকারপ্রধান শূন্য সহনশীলতা নিয়ে সারা দেশে শুদ্ধি অভিযান শুধু ডাক দেননি, অ্যাকশনে চলে গেছেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা গত কয়েকদিনের অ্যাকশনে অনেক বেড়ে গেছে। এইটা দেখে এ দেশের রাজনীতিতে, নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিরোধী দল দেখেছি আজকে তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা এখন সরকারের পদত্যাগ চায়।’
যে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, অভ্রভেদী তুঙ্গে সেই সরকার পদত্যাগ করবে? বিরোধী দলের প্রতি এই প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘রেসপনসিবল বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হওয়ার জন্য গত ১০ বছরে ১০টা মিনিট যারা রাজপথে উত্তাপ ছড়াতে পারেনি, নিজেদের দলীয় প্রধানকে কারামুক্ত করার জন্য দেড় বছরে দেড় মিনিট রাস্তায় দাঁড়াতে পারেনি, যাদের আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে ব্যর্থতা, তারা এখন সরকারের পদত্যাগ চায়।’
বর্তমানে বিভিন্ন অপকর্মে যারা যুক্ত তারা নিজেদেরই লোক স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, ‘আমি এ কথা বলব না যে, যারা অপকর্ম করেছে তারা ওমুক দল থেকে আসা লোক। কারণ তারা এই দলের পরিচয়ে অপকর্ম করেছে। কাজেই আমরা এই দলের লোক হিসেবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই সৎসাহস শেখ হাসিনা ছাড়া অতীতে আর কেউ দেখাতে পারেনি।’
দুর্নীতির বিষয়ে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা নিজেদের দলের চিহ্নিত সন্ত্রাসী, দাগী চাঁদাবাজ, দাগী লুটেরা ও হাওয়া ভবনকে বিকল্প পাওয়ার সেন্টার হিসেবে গড়ে তুলেছিল। এ কথা কি এ দেশের মানুষ জানে না? কাজেই যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে যাদের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, তাদের মুখে দুর্নীতির বক্তব্য ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আজ আমি শুধু এ টুকু বলতে চাই, সরকারি দল তাদের দায়িত্ব পালন করছে।’
মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।