রংপুর ৩: ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর লালবাগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী এরশাদ পুত্র সাদ এরশাদ। এসময় জনগণের কাছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চান তিনি। পরে শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সাদ।
অপরদিকে বিএনপির প্রার্থী রিটা রহমান রাধাবল্লব এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নেন। এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।