টিভি-রেডিও-ফেসবুক লাইভে পূজা
প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুরে’ গান করবেন এ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী পূজা। অনুষ্ঠানটি একইসঙ্গে রেডিও দিনরাত এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি।
সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার।
শুধু পূজা নামেই পরিচিত তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। নতুন কুঁড়িতে পরপর তিনবার পুরস্কার পাওয়াসহ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কিন্তু শিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন ২০০৮ সালে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সেরা সাতজনের মধ্যে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।
২০১২ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘পূজা’ জনপ্রিয় হয় সাতজন নামী সংগীত পরিচালক নিয়ে কাজ করার পর। এরপর বেশ কয়েকটি অ্যালবামে নিজের কণ্ঠ দিয়ে শ্রোতা মাতিয়েছেন তিনি। বর্তমানে অ্যালবামের পাশাপাশি স্টেজ, টিভি শো, মিউজিক ভিডিও এবং প্লেব্যাকে তার যত ব্যস্ততা।