সাপ দিয়ে মোদিকে হুমকি পাক গায়িকার
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

কুমির ও সাপ দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছেন পাকিস্তানের এক সঙ্গীত শিল্পী।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, রাবি পীরজাদা নামের ওই সঙ্গীত শিল্পী ভিডিওতে মোদিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন। তাকে বলতে শোনা যায়, ভারতের সীমান্তে গিয়ে সাপ এবং কুমির ছেড়ে দিয়ে আসবেন তিনি।
তার ওই ভিডিও অবশ্য এরইমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ভারত-পাকিস্তানের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। দুই দেশের প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন; তিক্ত হয়েছে সম্পর্কও।
এদিকে, পাকিস্তানি গায়িকা রাবির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাঞ্জাব প্রদেশের বন্য সংরক্ষণ দফতর। নিয়মের পরোয়া না করে একটি কুমির ও বেশ কয়েকটি সাপ নিজের কাছে রাখায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।