শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

শোভন-রাব্বানীর ভাগ্য নির্ধারণ আজ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে গুঞ্জন রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন মর্মে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে হইচই শুরু হয়। তবে কমিটি ভেঙে দেওয়ার মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ধারনা করা হচ্ছে। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

দলীয় একটি সূত্রে জানা গেছে, বৈঠকে ছাত্রলীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে শোকজ-পরবর্তী করণীয় এবং মদদদাতাদের বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।