এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরেছে ২২৪ রানে। টেস্ট ক্রিকেটের নবীনতম দলের সাথে বাংলাদেশের এমন হারের পর আলোচনা-সমালোচনা এখন সবখানে।
আফগানিস্তানের বিপক্ষে হারের পর সাকিব ঘোষণা দিয়েছিলেন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, টেস্টে অধিনায়ক হিসেবে দলে বর্তমানে সাকিবের বিকল্প কেউ নেই। আর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে বিসিবিকে সে কিছুই বলেনি।
পাপন আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।
এবারের বিপিএলে সাতটি দল খেলবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এই টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির। সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দিব। তবে নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।