জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০১:১০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর ও পৌর শাখার ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল লতিফ ও পাবনা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ময়েজ উদ্দিন। অন্যরা কর্মী বলে জানা গেছে।
পাবনা জেলা জামায়াতের এক নেতা জানান, মসজিদে ফজর নামাজ শেষে কোরআনের দারস চলছিল। এ সময় হঠাৎ পুলিশের চার থেকে পাঁচটা গাড়ি দারুল আমান ট্রাস্ট মসজিদ ঘিরে ফেলে এবং ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।