রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

প্রিয়াঙ্কার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

নিকের দেওয়া বিয়ের মঙ্গলসূত্র এবং তার বাবার দেওয়া হীরের আংটিই তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্প্রতি 'ভ্যানিটি ফেয়ার'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।  


ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ভ্যানিটি ফেয়ার 'বেসড ড্রেসড পিপল অব ২০১৯' এর অনুষ্ঠানে নিকের সঙ্গেই হাজির ছিলেন পিগি চপস। সেখানেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পত্তি কী? জবাবে প্রিয়াঙ্কা বলেন, 'আমার মঙ্গলসূত্র, যেটা কিনা ভারতীয় বিয়ের রীতিতে বিয়ের সময় স্বামী তার স্ত্রীর গলায় পরিয়ে দেয়। আর আমার হাতের আঙুলে থাকা হীরার আংটি যেটা আমার বাবা আমায় দিয়েছিল।'


সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি সঙ্গে সবসময় তার বাবার (অশোক চোপড়া) দেওয়া একটা সোনার কয়েন রেখে দেন। 'গুড লাক চার্ম' হিসাবেই তিনি তার কাছে ওটা রাখেন বলে জানান তিনি। প্রিয়াঙ্কার কথায়, তার কাছে সব থেকে আনন্দের মুহূর্ত হল যখন তিনি তার বিয়ের দু' দুটি পোশাক পরেছিলেন। বিয়ের মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো ছিল বলে জানান প্রিয়াঙ্কা।

২০১৮র পয়লা ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদভবনে ঘটা করে আয়োজিত হয় প্রিয়াঙ্কা নিকের বিয়ের অনুষ্ঠান। খুব শীঘ্রই তাকে 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবিতে দেখা যাবে।