কোচই শ্লীলতাহানি করলেন পদকজয়ী সাতারুকে
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

কোচের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ভারতের জাতীয় স্তরে পদকজয়ী সাঁতারুর। অভিযোগের ভিত্তিতে কোচকে গ্রেফতার করা হয়েছে৷
দিল্লি থেকে গ্রেফতার করা হয় কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে৷ তাকে গ্রেফতার করেছে নর্থ গোয়া থানার পুলিশ৷
সোশাল মিডিয়ায় শ্লীলতাহানির ভিডিও পোস্ট করেন সাঁতারু৷ এরপরই বিতর্কের ঝড় ওঠে৷ সাঁতারুর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কোচ ৷
থানা মুখ ফেরানোয় ফেসবুক লাইভে সোচ্চার কিশোরী। ভাইরাল শ্লীলতাহানির ভিডিও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তৎপর হয় পুলিশ। কিশোরীকে ফের ডেকে পাঠানো হল থানায়।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, গোয়ায় প্রশিক্ষণ নিতে গিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় কিশোরীর। ছ'মাস ধরে শ্লীলতাহানির শিকার জাতীয় স্তরের পদকজয়ী সাঁতারু।
অভিযোগকারির সাঁতার শেখা শুরু দশ বছর বয়সে। সাফল্য এসেছে জাতীয় স্তরেও। ইতিমধ্যে গোয়ায় চলে যান কিশোরীর কোচ। উন্নত পরিকাঠামো থাকায় ছাত্রীকেও সেখানে ডেকে পাঠান তিনি। বাবা-মার সঙ্গেই গোয়া যায় কিশোরী।
অভিযোগ, সেখানেই দিনের পর দিন নানা অজুহাতে তার শ্লীলতাহানি করেন কোচ। বাবা-মাকে সব জানায় সে। এরপরই গোয়া ছাড়ে কিশোরীর পরিবার। রাজ্যে ফিরেই দ্বারস্থ হয় পুলিশের। পালটা গোয়ায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেয় স্থানীয় থানা। বাধ্য হয়েই ফেসবুক লাইভে নিজের হেনস্থার কথা জানায় কিশোরী