রাজামৌলির ছবির জন্য নিজেকে তৈরি করছেন আলিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১২:৪০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

একের পর এক ছবির শুটিংয়ে ব্যস্ত আলিয়া ভাট। প্রতিটি ছবিতেই তার অভিনয় মন কেড়েছে দর্শক এবং সমালোচক উভয়েরই। এই মুহুর্তেও তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। তালিকায় আছে ব্রহ্মাস্ত্র, সড়ক ২, RRR এবং তখত।
ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানালেন কীভাবে এস এস রাজামৌলির আগামী ছবির জন্য নিজেকে তৈরি করছেন।
আলিয়া জানান, ২০১৫ সালে বাহুবলী মুক্তি পাওয়ার আগে থেকেই রাজামৌলির ভক্ত তিনি। তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে রাজামৌলির সঙ্গে কাজের সুযোগ এক বড় পাওনা তার কাছে।
তিনি আরও জানান, একবার বিমানবন্দরে হঠাৎই দেখা হয়েছিল পরিচালকের সঙ্গে। তখন নিজেই এগিয়ে গিয়ে তার সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন আলিয়া। তার এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন রাজামৌলি। জানিয়েছিলেন, আলিয়ার সঙ্গে কাজ করার জন্য তিনিও আগ্রহী।
এই ছবিতে তার চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে তেলুগু ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন। চিত্রনাট্যের প্রতিটি তেলুগু লাইন বুঝে তারপর মুখস্থ করছেন তিনি। এই চরিত্রের জন্যে তিনি ডাবিং করাতে চাননি।
RRR ছবিতে আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে এনটি রামারাও জুনিয়র, রাম চরণ এবং অজয় দেবগণকে। ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই ছবি।