প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার একটি নোট ভাইরাল হতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট তারা ছাড়েনি। এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই তাদের।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট ছাপানোর উদ্যোগ নেয়া হয়েনি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।