নজর কেড়েছেন মম
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর নিয়মিত প্রতিযোগী ছিলেন। অভিনয়ের স্বপ্নটা সেখান থেকেই। মা স্কুল শিক্ষিকা, তিনিও চাইতেন মেয়ে কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিক। তবে বোনের সহযোগিতা পেয়েছেন সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই আরজে হান্টের বিজ্ঞাপন চোখে পড়ল। ছোটবেলা থেকেই কথায় বেশ পটু। সেটা সম্বল করেই প্রতিযোগিতায় নাম লেখালেন। টিকেও গেলেন। ২০১৬ সালে পিপলস রেডিও দিয়ে পথচলা শুরু। পিপলস থেকে রেডি টুডে। বছর দেড়েক হলো আছেন রেডিও স্বাধীনে।
ভিজ্যুয়াল মিডিয়ায় এলেন আরো পরে, দেড় বছরও হয়নি। ফ্রেশ মিল্কের একটা অনলাইন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। ‘পরিচালক শরাফ আহমেদ জীবনের প্রতিষ্ঠান কারখানা থেকে হুট করেই ডাক এলো। জীবন ভাই বললেন, মনে হচ্ছে তোমার সঙ্গে এই ক্যারেক্টারটা যায়, করতে পারো। তাঁর উৎসাহেই রাজি হয়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে এলে অনেকেই ঘাবড়ে যান। নার্ভাসনেসের কারণে রিটেক দিতে হয় অনেক। আমার বেলায় কেন যেন সেটা হয়নি’, বললেন মম।
পরের প্রস্তাবটাই পেলেন মোস্তফা সরয়ার ফারুকীর কাছ থেকে, রাঁধুনীর বিজ্ঞাপনচিত্র। ডাক পেলেন পরিচালকের গত বছর কোরবানির ঈদের টেলিফিল্ম ‘আয়েশা’তে অভিনয়ের। ‘এই টেলিফিল্ম করতে গিয়ে তিশা আপু আমাকে ভীষণ সাহায্য করেছিলেন। কিভাবে এক্সপ্রেশন দেব, ডায়ালগ ডেলিভারি কেমন হবে—সব দেখিয়ে দিয়েছেন। যেহেতু আরজে, আমার কথার ফ্লো একটু বেশি। আপুই আমাকে শিখিয়েছেন কোথায় থামতে হয়। চঞ্চল ভাইও অনেক সাহায্য করেছিলেন। তাঁদের দুজনের কথা সারাজীবন মনে রাখব’, বললেন মম।
এরপর মডেল হয়েছেন বসুন্ধরা, প্রাণ, ইউনিলিভারসহ নামি বেশ কিছু প্রতিষ্ঠানের পণ্যের। অভিনয়েও হয়েছেন নিয়মিত। ‘অস্থির ছেলেটা’, ‘ইচ্ছে ডানা’, ‘কুয়াশা’, ‘সব সম্পর্কের নাম হয় না’, ‘ইন বিটুইন’, ‘বাইশে এপ্রিল’, ‘লাইফ ইনস্যুরেন্স’, ‘সাবলেট’—তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক-টেলিফিল্ম। এই ঈদে কাজ একটু কমিয়ে দিয়েছেন। কারণ আগামী বছর দুটি সিনেমা মুক্তি পাবে তাঁর, দুটিই সরকারি অনুদানের—‘আজব কারখানা’ ও ‘পায়রার চিঠি’। প্রথমটিতে তাঁর স্বামী হয়েছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক শবনম ফেরদৌসি তাঁকে বলেছেন ছবিতে মমকে নেওয়ার কারণ। ‘তিনি আমাকে বলেন, তোমার চোখ অসম্ভব সুন্দর, এ কারণেই তোমাকে নিয়েছি, কেমন অ্যাকটিং করো সেটা পরে দেখা যাবে’, বলেন মম। ছবিতে পরমব্রত সুপারস্টার, মম তাঁর স্ত্রী।
‘বাইশে এপ্রিল’ টেলিফিল্ম দেখে ‘পায়রার চিঠি’তে মমকে সুযোগ দিলেন নিশিথ সূর্য। ২০১৬ সালে একটা বাচ্চা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখে, পায়রাতে একটা ব্রিজ করার জন্য। প্রধানমন্ত্রী সেই চিঠির উত্তরও দিয়েছিলেন। সেই গল্প নিয়ে ছবিটা। এখানে বাচ্চাটার মা মম।
জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। দুই বোন এক ভাই। মম সবার ছোট। তাই আদরটা একটু বেশিই পান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করছেন ইউল্যাবে।