শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকের শরীর মালিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

স্কুলের মধ্যে ছাত্রদের দিয়ে গা মালিশ ও ছাত্রীদের দিয়ে উকুন বাছান শিক্ষক। তার এমন কর্মকাণ্ডের ছবি ভাইরাল হয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে।

ভারতে পশ্চিমবঙ্গে এঘটনা ঘটেছে। অভিযুক্ত সন্দীপ চট্টোপাধ্যায় পানাগর বাজার হাইস্কুলের বাংলার শিক্ষক।

শিক্ষার্থীদের অভিযোগ, একদিন-দুদিন নয়। বেশ কয়েক মাস ধরে এই কাজ চলছে। প্রতিবাদ করলেই স্কুল থেকে বরখাস্ত করার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক।

আরো অভিযোগ, জেলা স্কুল শিক্ষা দপ্তরকে বলেও কোনো কাজ হয়নি।

অভিযুক্ত শিক্ষক পশ্চিমবঙ্গে দুর্গাপুর তৃণমূলের একজন নেতা বলেও জানা গিয়েছে।