ফোক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী প্রত্যয় খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ফোক গান নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের সংগীতশিল্পী প্রত্যয় খান। ‘এতো পিরিত’ শিরোনামের গানের ভিডিও শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। মিউজিক ভিডিওতে প্রত্যয়ের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে আদর আহমেদ ও কলকাতার চিত্রালিকে।
গান প্রসঙ্গে প্রত্যয় খান বলেন, ‘এটা ফোক গান। এই প্রথম ফোক গানের মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে আমার। সৌমিত্র ইমন গানটার ভিডিও খুব ভালো বানিয়েছেন। ইমন ভাইয়ের সঙ্গে এই নিয়ে অনেক কাজই করা হলো আমার। আদর এবং চিত্রালি কুইনকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পারফর্ম করার জন্য।’ ৬ আগস্ট সন্ধ্যা ৬টায় ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট থেকে গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে।