বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নাম্বারে স্বাধীনতার মহান স্থপতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বলেন, বঙ্গবন্ধু একজন সাংবাদিকবান্ধব নেতা ছিলেন। আজকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। কেননা দল-মতের ঊর্ধ্বে যদি একজন ব্যক্তিকে খোঁজার চেষ্টা করি, তিনি হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সাংবাদিক সমিতির সভাপতি মাহামুদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা, উদার ও নৈতিক মানবিক গুণাবলিতে বলিয়ান হয়ে ক্যাম্পাস সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আজ আমরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মূলত সেই শপথই নিলাম।
উল্লেখ্য গত ১৩ জুলাই সম্পূর্ন গনতান্ত্রিকভাবে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা কলেজ সাংবাদিক সমিতি
