অবশেষে রাস্তার জন্য জায়গা ছাড়তে বাধ্য হলো প্রভাবশালীরা
আবুল হোসেন মোল্লাহ
প্রকাশিত : ০২:২০ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
কেরানিগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের ফতেনগর মেইন রোড থেকে মিঠাপুর আকছাইল সড়কের সংযোগ সড়কটি ১০ফুট প্রস্থ হওয়ার কথা কিন্তু রাস্তার পাশের একটি বাড়ীর দেয়াল ও অন্য জনের জমির উপর দিয়ে রাস্তা যাওয়ায় ঠিকাদার রাস্তার প্রস্থ ৮ফুট কোথাও সারে৮ফুট করে কাজ শুরু করে।রাস্তার বেশিরভাগ জায়গাই ছাড়তে হয়েছে শুধু সংখ্যালঘু পরিবারের। যে কারণে নকশার সোজা রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য বাঁক। মেপে দেখা গেল ১২ ফুটের রাস্তার কোথাও ৭ কিংবা ৮ ফুট। কোথাও ৯ কিংবা ১০। কিছু লোকের সুবিধা দিতেই অল্প দূরত্বে সৃষ্টি করা হয়েছে একাধিক বাঁক। নকশা অনুযায়ী রাস্তা না হওয়ায় ক্ষুব্ধ লোকজন। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ডিজাইন অনুযায়ী রাস্তা হবে। পার পাবে না প্রভাবশালীরাও।
কিন্তু এলাকা বাসির জোর দাবী রাস্তা ১০ফুটই করতে হবে, এলাকা বাসী উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহাম্মদের হস্তক্ষেপ কামনা করেন। একুশে টিভির জনদুর্ভোগ রিপোর্টে এ বিষয়ে প্রতিবেদন প্রচার করে। এই প্রতিবেদনের পর অবশেষে প্রভাবশালীরা রাস্তার পাশের দেয়াল ভেঙ্গেদিতে ও নিজের দাবী করা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। সরজমিন ঘুড়ে দেখা যায় দেয়াল ভাঙ্গা ও রাস্তার মাটি কাটার কাজে শ্রমিকরা ব্যস্ত ১০ ফুট প্রস্ত করেই রাস্তার কাজ শুরু করেছে।
