রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বন্যার্তরা ত্রাণের জন্য আহাজারি করছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বন্যার্তরা ত্রাণের জন্য আহাজারি করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারী-শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। এগুলোই কি উন্নয়ন? আওয়ামী লীগ বলছে দেশে উন্নয়ন হয়েছে। আমি বলি- উন্নয়ন মূলত তাদের চাপাবাজিতে হয়েছে। আজ দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির নির্বাহী সভায় তিনি এ কথা বলেন।

সরকার গণতন্ত্রের ন্যূনতম স্পেস দিচ্ছে না বলে মন্তব্য করে রিজভী আরও বলেন, যারা মুক্তভাবে দু’একটি কথা বলে তাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার ডাকাতের মতো রাষ্ট্রক্ষমতা দখল করেছে। জনগণকে ত্যাজ্য করেছে। গণতন্ত্রে একটু স্পেস দিলে রাস্তা দিয়ে নয়, গলি দিয়ে পালানোরও সুযোগ পাবে না সরকার। 

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।