মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

৩০ ডিসেম্বরেই নির্বাচন হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সাত দিন পিছিয়েছে চূড়ান্ত তারিখ নির্বাচন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সোমবার সাংবাদিকদের সিইসি এ কথা জানান। ইভিএম মেলার উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন।

সিইসি জানান, পুনঃতফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর।

এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। পূর্বের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।