বিজেপিতে যাচ্ছেন পার্নো-রিমঝিম?
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

বিজেপির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক (সাংগঠনিক) শিব প্রকাশের সঙ্গে সোমবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন টালিউডের নামী মুখ পার্নো মিত্র আর রিমঝিম মিত্র।
ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন অনুপম হাজরা। তাহলে কি পার্নো বিজেপিতে যোগ দিচ্ছেন? নায়িকার সাথে এ প্রসঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার নামটি বিজেপির পছন্দের তালিকায় আছে।
এদিন কোনও পাকা সিদ্ধান্ত না হলেও প্রাথমিক পর্বের কথাবার্তা এগিয়েছে পার্নো আর রিমঝিম দু' জনের সঙ্গেই।