ভাইয়ের ডাকে সাড়া দিলেন এরশাদ
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

গত তিন-চার দিন পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে তিনি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে একথা জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। এসময় গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এরশাদের শারীরিক অবস্থা প্রসঙ্গে জিএম কাদের বলেন, এভাবে সাত থেকে আট দিন পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।
পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সকাল ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক দিলে চোখ মেলার চেষ্টা করছেন।
কাদের বলেন, এরশাদের রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় পল্লীবন্ধুকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লীবন্ধুর রক্তের বর্জ্য বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ মনে করছেন। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন।
সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সিএমএইচে হুসেইন মুহম্মদ এরশাদের বিশ্বমানের চিকিৎসা চলছে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দেলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।