গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান ১৪ দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

গ্যাসের দাম বাড়ালে জনগণ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে ১৪ দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এই সরকার জনবান্ধব সরকার। আজকে অনেকের মনে প্রশ্ন এসেছে যে, বাজেট পাস হয়ে গেল তারপরও কেন আকস্মিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলো। এই সুযোগে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মাঠে নেমে গেছে।
তিনি বলেন, যাদের আমলে বারবার গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যারা জনগণের কথা চিন্তা না করে বিদেশে গ্যাস বিক্রি করতে চেয়েছিল। সেই বিএনপি'র মুখে এসব কথা মানায় না, যারা জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্যাস বিক্রি করতে চেয়েছিল।
সন্ত্রাস, মাদক ও বিএনপি-জামায়াত জোটের চক্রান্তের বিরুদ্ধে ১৯ জুলাই দিনাজপুরে জনসভা করবে ১৪ দল। পরদিন কুড়িগ্রামে জনসভা হবে বলেও জানান তিনি।
১৪ দলের সভায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের সংকট, জনগণের সংকট। রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বৃদ্ধির করে আইনের বরখেলাপ করেছে। ১৪ দল মনে করে গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়।
তিনি বলেন, গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলাপ – আলোচনা করতে হবে।
এ সময় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গ্যাসের দাম বৃদ্ধি জনগণের ওপর বাড়তি চাপ। গ্যাসের দাম মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। সামাজিক অস্থিরতা থেকে দেশকে রক্ষা করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে৷
সাম্যবাদী দলের সভাপতি কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।