শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের টার্গেট ৩১৫

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে ভারতকে ৩১৪ রানে থামিয়েছে বাংলাদেশ। জিততে হলে মাশরাফিদের টার্গেট ৩১৫ রান।

বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি আজ জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।

দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।