পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে গ্যালারিতে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ইংল্যান্ডের বিরুদ্ধে উপমহাদেশের তিনটি দেশের আশাভরসা ভারত। ভারতকে সমর্থন করেছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মাঠেও দেখা গেল সেই দৃশ্য। ভারতের হয়ে গলা ফাটালেন পাকিস্তানি সমর্থক। সেই দৃশ্য ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
'ইন্ডিয়া, ইন্ডিয়া' ধ্বনিতে তখন প্রকম্পিত গ্যালারি।। তখন ধ্বনির সঙ্গে গলা মেলাতে দেখা গেল এক পাকিস্তানি সমর্থককে। গায়ে পাকিস্তানের পতাকা নিয়ে ভারতকে সমর্থন করে চলেছেন ওই যুবক। ভারতকে সমর্থনের জন্য পাকিস্তানিদের বার্তা দিয়েছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।
এদিন টসের মুহূর্তে বিরাট কোহলি বলেন, “সত্যি বলতে বাইরে কী হচ্ছে, সে ব্যাপারে কিছুই জানি না। তবে মনে হচ্ছে, পাকিস্তানি সমর্থকরা আজ সমর্থন করবেন। এটা বেশ বিরল ব্যাপার।”
ভারতের পয়েন্ট এখন ১১। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হতো সেমিফাইনালের টিকিট। শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ম্যাচ এখনও বাকি। ফলে বিরাটদের কাছে ব্যাপারটা সহজই। কিন্তু ইংল্যান্ডের কাছে মরণবাঁচন। তারা হারলেই আশা শেষ যেত। অন্যদিকে ইংল্যান্ডের জয়ে সেমির দরজা প্রায় বন্ধ বাংলাদেশ, পাকিস্তানের। শ্রীলঙ্কারও ক্ষীণ সম্ভাবনার ইতি ঘটবে।
এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ৩০৬ রানেই গুটিয়ে যায় ভারত। হেরে যায় ৩১ রানে।