ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার

এজবাস্টনে বড় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করেছে তারা। দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর ব্যাটে ছুটছে ইংল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ড ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে তুলেছে ৯৭ রান। ইনজুরি কাটিয়ে ফেরা জেসন রয় খেলছেন ৪৪ রানে। তার সঙ্গে থাকা জনি বেয়ারস্টোর রান ৪৮।
ভারত এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বিজয় শঙ্করের জায়গায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ঋষভ পান্ত। চারে ব্যাটিং করবেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ইংল্যান্ড দলে এ ম্যাচে ফিরেছেন জেসন রয়। এছাড়া স্পিনার মঈন আলীকে বসিয়ে দলে নেওয়া হয়েছে পেসার লিয়াম প্লাঙ্কেটকে।
ফ্রেশ উইকেটে খেলা হচ্ছে। উইকেট কিছুটা সবুজ। ইংল্যান্ড অধিনায়ক তাই এক পেসার বেশি নিয়ে খেলছেন বলে জানিয়েছেন। তিনি জানান, এটা কৌশলগত এক ম্যাচ।
ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, এমএস ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।