শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তুরাগে ডাকাত দলের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

রাজধানীর তুরাগে বৃহস্পতিবার রাতে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। সংঘবদ্ধ একটি ডাকাত দল তুরাগের কামারপাড়ায় রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে র‌্যাব-১ সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে।
আটককৃতরা হল- মো. খোকন মিয়া, মো. বাবুল, মো. নূর নবী, মো. মাতবর আলী ও মো. সিরাজুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপ গান, ৩টি ছোরা, ১টি হাঁসুয়া, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
তারা তুরাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ইত্যাদি ডাকাতি করে আসছিল। তাদের ডাকাতি কাজে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে নিত।