শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

মোহাম্মদপুরে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

রাজধানীর মোহাম্মদপুরে মো. সিরাজ মিয়া (৩৫) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৫ নম্বর রোডের মাথায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজ মিয়া মোহাম্মদপুর এলাকায় ইলেকট্রিকের কাজ করেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। বর্তমানে তিনি মোহাম্মদপুর মেট্রো হাউজিংয়ে দুই মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন।

আহতের ভাই শাহজাহান মিয়া জানান, রাতে দুজন মুখোশধারী দুর্বৃত্ত সিরাজকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিরাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত সিরাজের দুই হাতের অবস্থা খুবই খারাপ। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে তার দুই হাত নষ্ট হয়ে যেতে পারে।
মোহাম্মদপুর থানার এসআই জাকারিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।