শুটিং করতে গিয়ে আহত নায়ক সিয়াম
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ঢাকার অদূরে সাভারে চলছিল সিয়াম আহমেদ-পূজা চেরী অভিনীত ‘শান’ ছবির অ্যাকশন দৃশ্য ধারণের কাজ। সেখানে শুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। তিনি ডান কাঁধে চোট পেয়েছেন। যদিও প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ফের শুটিংয়ে অংশ নিয়েছেন।
সিয়াম আহমেদ বলেন, ‘গতকাল দুপুরের দিকের ঘটনা। অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ চলছিল। তখনই আঘাত পাই। কিন্তু কাউকে বলিনি। প্রথমে মনে হয়েছে, যে ব্যাথা পেয়েছি তাতে করে শুটিং শেষ করতে পারব। এর মধ্যে কাল ছিল গাজীপুর অংশের শেষ দিনের শুটিং। ওভাবেই কাজ এগিয়ে চলছিল।’
‘যদি তখন বলতাম আঘাত পেয়েছি, দেখা যেত সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। শুটিংয়ে ব্যাঘাত ঘটত। কিন্তু যখন একটু রাত হলো তখন দেখছি, ডান হাত আর নাড়াতে পারছি না। তখন সবাই বুঝে ফেলছে আমি কোনোভাবে আঘাত পেয়েছি। তখন ফিজিও এসে বেশ কড়া কথা শুনিয়েছেন আমাকে। তখন বুঝেছি বিষয়টা বেশ গুরুতর।’
সিয়াম আরও বলেন, ‘আমি আঘাত নিয়ে শুটিং করার কারণ একটাই ছিল, এমনিতেই শেষ দিনের শুটিং। যদি শেষ না করি, তাহলে তো পুরো ইউনিট ফেঁসে যাবে। এরপর কাজটা করা বেশ কঠিন হয়ে যেত। খরচও বেড়ে যেত। এরপর শুটিং শেষ করে রাত সাড়ে তিনটায় বাসায় এসেছি। আজ দুপুরে যখন ঘুম ভাঙল তখন দেখি আমার ডান হাত-পা নাড়াতে পারছি না। একটু পর চিকিৎসকের কাছে যাব।’
অ্যাকশন ঘরানার থ্রিলার ছবি ‘শান’-এর গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনা করছেন এম রাহিম। ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।
ছবিতে সিয়ামকে আইনশৃঙ্খলা বাহিনির কর্মকর্তা হিসেবে দেখা যাবে। এ জন্য সিয়ামকে বেশ প্রস্তুতি নিতে হয়েছে। আলাদা করে ফাইটিংয়ের খুঁটিনাটি রপ্ত করতে হয়েছে।