সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

প্রভার বিয়ের আয়োজন!

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:০২ এএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

লন্ডন থেকে আজই দেশে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেরার আগে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। আর সেটা তিনি জানেনও না।


তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাকে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।

তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে।