ভাসুরের বিয়েতে প্রকাশ্যে চুমু দিলেন প্রিয়াঙ্কা নিক !
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জো জোনাস ও সোফি টারনার। আর মেজো ভাসুরের বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড প্রিয়াঙ্কা চোপড়া। বাড়ির বিয়েতে সারাদিন ব্যস্ত তিনি।
এরইমধ্যে অবশ্য কখনও জা সোফির সঙ্গে সেলফি মুডে আবার কখনও স্বামী নিক জোনাসের সঙ্গে আবেগঘন মুহূর্তে ধরা দিচ্ছেন ক্যামেরায়।
২০১৭ সালের অক্টোবরে এনগেজমেন্ট সেরেছিলেন জো ও সোফি। ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়েও করেন। কিন্তু বড় লোকের বড় বড় খেয়াল। তাই জো-সোফি ঠিক করেছেন আরও একবার বিয়ের পিঁড়িতে বসবেন। সে আসর বসবে প্যারিসে। আপাতত সেখানেই ব্যস্ত জোনাস পরিবার। স্বভাবতই রয়েছেন পরিবারের বউ প্রিয়াঙ্কাও। সেখানে পার্টিমুডে সকলেই। রিভার ক্র্যুজে সেই পার্টির বেশ কয়েকটি ছবি এখন ভাইরাল।