শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ সফরে নেই হোল্ডার

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

বাংলাদেশ সফরে দলে নেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কাঁধের চোটে পুরো সফর থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার । ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট খেলতে মাঠে নামবে উইন্ডিজ।


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে চোটে ভুগছিলেন হোল্ডার। বর্তমান এই চোট নিয়ে বাংলাদেশ সফরে খেলতে গেলে বড় বিপদ ডেকে আনবে তার ক্যারিয়ারে। সেই আশঙ্কা থেকেই সতর্ক ক্যারিবীয় ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘মেডিক্যাল প্যানেল ওর অবস্থা নিয়ে শঙ্কিত। কারণ বাংলাদেশ সফরে ও বোলিং করলে কাঁধের আংশিক এই চোট দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। তেমন হলে সার্জারির প্রয়োজন হবে। তাই পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে বারবাডোসে রিহ্যাবে থাকতে বলা হয়েছে।’


হোল্ডারও বাংলাদেশ সফরে থাকতে না পেরে বেশ হতাশ, ‘বাংলাদেশ সফরে থাকতে না পেরে আমি বেশ হতাশ। তবে মেডিক্যাল টিমের পরামর্শে জেনেছি কাঁধের বাড়তি ক্ষতি পূরণ রোধে এটাই সঠিক সময়।’


ভারত সফর শেষে ক্যারিবীয়দের টেস্ট দলের ১০জন আজকেই পা রাখবেন চট্টগ্রামে। বাকিরা আসবে বৃহস্পতিবার। চট্টগ্রামে মূল টেস্টের আগে ১৮ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২২ নভেম্বর হবে প্রথম টেস্ট। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।