নিওন গ্রিন পোশাক পরে সমালোচনার মুখে সোনাক্ষী!
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

নিওন গ্রিনে সাজ, এর আগেও বহুবার বলিউডে দেখা গিয়েছে। রণবীর সিং তো এই রঙের পোশাকে শোরগোল ফেলে দিয়েছিলেন বি টাউনে। স্বামীর জুতাতে পা গলিয়ে দীপিকা পাডুকোনও বহুবার নিওন গ্রিনে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। নিওন গ্রিন নেটের আউটফিটে সম্প্রতি কান রেড কার্পেটেও হেঁটেছেন এই সুন্দরী। মালাইকা আরোরা খানের বিভিন্ন ফটোশুটে নিওন গ্রিন পোশাক দেখা গিয়েছে।
এবার সেই নিওন গ্রিনেই দেখা গেল সোনাক্ষী সিনহাকে। তাঁর আগামী ছবি ‘খানদানি সাফাখানা’ ছবির প্রমোশনে গিয়েছিলেন ‘সোনা’। হাই ওয়েস্ট ফ্লেয়ার প্যান্টের সঙ্গে ম্যাচ করে টপ, মিডি শ্রাগ-সবই নিওন গ্রিন। সঙ্গে গোল্ডেন চেনের উপর কড়ির কাজ করা গলার হার, গোল্ডেন ইয়ার রিং, পায়ে সাদা জুতো।
যদিও সোনাক্ষীর এই সাজ মোটেই ভালো লাগেনি নেটিজেনদের। তারা বলছে, এতটা ‘উগ্র’ তাঁর সঙ্গে মোটে যাচ্ছে না। আলিয়া, দীপিকাকে নকল না করে সাজগোজে স্বকীয়তা বজায় রাখারও পরামর্শ দিয়েছে কেউ কেউ। শিল্পী দাশগুপ্ত পরিচালিত ‘খানদানি সাফাখানা’ মুক্তি পাবে আগামী ২৬ জুলাই। ছবিতে সোনাক্ষীর সঙ্গে দেখা যাবে বরুণ শর্মা ও র্যাপার বাদশাকে।