টস হেরে ব্যাটে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান দলের অধিনায়ক গুলবাদিন নায়েব। আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ মিনিট বিলম্ব হয়েছে।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। আর আফগানিস্তানের নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ হয়নি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।