কুমিল্লায় সিক্স রেড স্নুকার চ্যাম্পিনশীপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

কুমিল্লায় ৮ম জাতীয় সিক্স রেড স্নুকার চ্যাম্পিনশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতদিন ব্যাপী এ টুর্ণামেন্টে দেশের ১৩টি ক্লাবের ৮১জন খেলোয়াড় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ‘কিউ এন্ড ইউ’ এর আল-আমিন ৬-৫ ফ্রেমে ‘রেক এন্ড ব্রেক বিলিয়ার্ড সেন্টার’ এর আসিফ ইমরানকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানী তুলে দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য বদরুল হুদা জেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিলিয়ার্ডস ও স্নুকার ফেডারেশন এর যুগ্ম সম্পাদক কর্ণেল রুহুল আমিন, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম রিপন প্রমুখ।