শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বহিষ্কার করল শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে।
সমগ্র ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মেয়েটির বাবা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ফেসবুক পোস্টে মেয়েটির বাবা উমর মালায়িল লিখেছেন যে, তার মেয়ে পড়াশোনা ছাড়াও, নাটক-গান-নাচে অত্যন্ত পারদর্শী।
কিন্তু শুধুমাত্র চন্দনের টিপ পরার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কলকাতা টুয়েন্টিফোর।