মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

১১ হাজার টাকায় ঘুরে আসুন ব্যাংকক

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

সমুদ্র সৈকত, পাহাড়, বন্যপ্রাণীর প্রাচুর্যে ভরা জাতীয় উদ্যান, আধুনিক শহর – কি নেই থাইল্যান্ডে? যে কোন পর্যটক তার পছন্দের কিছু না কিছু খুঁজে পাবেন থাইল্যান্ডে।

এবার মাত্র ১১ হাজার টাকায় ঘুরে আসতে পারেন থাইল্যান্ড। আপনার জন্য এই সুযোগ দিচ্ছে বাজেট এয়ারলাইন্স থাই লায়ন এয়ার।


আগ্রহীদের আগামী ১৬ জুনের মধ্যে টিকিট বুকিং করতে হবে। আর ভ্রমণ করতে হবে ৩১ জানুয়ারি ২০২০ এর মধ্যে।

থাই লায়ন এয়ারের ওয়েবসাইট https://lionairthai.com/en অথবা যে কোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুকিংয়ের সেবা পাওয়া যাবে।

এই অফারে ৭ কেজি ওজনের ‘হ্যান্ডলাগেজ’ নেয়া যাবে। তবে অতিরিক্ত লাগেজের জন্য বাড়তি চার্জ প্রযোজ্য হবে।