রোহিঙ্গাদের জন্য প্রস্তুত প্রত্যাবাসন ঘর
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে শেষ মুহুর্তের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে প্রাথমিকভাবে উখিয়ার ২২ নং জামতলী ও টেকনাফের ১৫ নং উঞ্চিপ্রাং ক্যাম্প থেকে ৩০টি পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এসব রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্প থেকে প্রথমে উখিয়ায় কুতুপালং এলাকার ট্রানজিট কেন্দ্রে নিয়ে আসা হবে। এর পর এ ট্রানজিট কেন্দ্র থেকে ঘুমধুম সীমান্ত দিয়ে স্থলপথে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।
ট্রানজিট কেন্দ্রে রোহিঙ্গাদের রাখতে ইতিমধ্যে ৫৭টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছার কাজ।
নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মিয়ানমারে ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে তাদের ট্রানজিট কেন্দ্রে তৈরি করা প্রত্যাবাসন ঘরে আনা হবে। এরপর নির্দেশনা অনুযায়ী মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
